তোরা কে কে যাবি মৃত্যুপুরীতে
আয় তবে আয় আমার সাথে -
শপথ করি হাতে - হাত ধরে
বিপদ যতই আসুক সন্মুখে -
পিছু হটবোনা কভু কোনো মতে
হাত বাড়াবো খুশি মনে -
আগামী শিশুর জীবন খাসাতে
যুদ্ধ করব রিক্ত রক্ত দিয়ে ।
আমি রাঙাবো রাঙাবোই তাকে
প্রত্যয় প্রতিজ্ঞা বিশ্ববাসীর কাছে,
তাতে যদি জীবন যায় যাবে -
আমার অধম এই একটা জীবন দেবো
অযুত নিযুত জীবনের তরে,
মাথা নোয়াবো না তবু জুলুমের কাছে -
অনাচার অত্যাচার পদদলিত করে,
মাথা উঁচু রাখবো সদা সত্যের সাথে।



রবিবার
১৯ মাঘ, ১৪২১  
০১ ফেব্রয়ারি, ২০১৫
১১ রবিউল সানি, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ