বন্ধুরা- তোমরা কি ভুলে গেছো
পাশে থাকতে বললে কাছে আসতে হয়
ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়
হাসি দিলে, হাসি- পাওয়াই যায়
কাশি দিলে দূরা-রোগ্য ছড়ায়,  
বাসিখাদ্যে ভাইরাস ব্যাকটেরিয়া জন্মায়।

আমার কথা না হয় নাই মনে রাখলে
তোমার প্রিয়তম !
তাকে কি করে ভুলবে ?
পারবে কি দুরে থেকে চাঁদ ছুঁইতে
নীলিমা কি ধরা দেবে তোমায় ?
তার প্রতিচ্ছবি দেখবে বার বার জল ছায়ায়।


মিটবে কি তাতে তোমার আশা
পূর্ণতা পাবে কি সব ভালোবাসা,
আশায় আশায় বাঁধে বাসা
দিন দিন বাড়ে একে অন্যের ওপর ভরসা
তখন একটা সুখি স্বাছন্দ্য ঘর দাঁড়ায়;
সকলের অকৃত্রিম শ্রদ্ধা-স্নেহ-মমতায় ।