আমার তো ইচ্ছে করেই
মিছিল মিটিংয়ে যেতে
তোমাদের সাথে ঐক্য হতে
স্লোগানে- স্লোগানে-
হাতে হাতে হাত মিলে
গণ মানুষের ন্যায্য অধিকার
সু-সংগঠনের জন্য-
মহা সাগর পাড়ি দিতে
হিমালয়ের চূড়ায় বাসা বাঁধতে,
পারিনা- থমকে দাঁড়াই!
যখন দেখি কুকুর শুয়োরের মত
অজ্ঞাত দানবেরা
এসিড পেট্রোল বোমা ছোরে
নিরাপরাধ মানুষের দিকে
শিনা তাক করে,
অজানা অদৃশ্য কারা যেনো
গুলি ছোড়ে বৃষ্টির মত,
গুম খুন ভরা দুপুরে!
নেই তার কোনো কুলু
তখন আবার থমকে দাঁড়াই।
তবুও যেতে হবে মিছিলে
আমি বাঙ্গালি-
আমি বীরের সন্তান
যুদ্ধে আমার জন্ম- মা বীরঙ্গনা,
পলাশী থেকে আজ
সংগ্রাম প্রতিবাদ সাফল্য সংগ্রাম।



শনিবার
১৯ বৈশাখ, ১৪২২
০২ মে, ২০১৫
১২ রজব, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ