একটা গাড়ী কারো বাসার নীচে
আরো যাত্রী সমেত অপেক্ষা করে
তাকে অভ্যর্থণার জন্য;
আবার কেউ সেই একই গাড়ীর জন্য
অপেক্ষার প্রহর গোণে মিনিটের পর মিনিট
কোনোদিন ঘন্টা পেরিয়ে যায় কখন,
ব্যাগ কাধে রাস্তার ধাঁরে হেলান দিয়ে বাঁশে  
হাত পা হিস পিশ হিস হিস!
ইশ...!
কখন আসবে গাড়ীটি?
গেট খুলতে দেরী হলে নাই ক্ষতি
উঠতে সেকেন্ডে মহা বিপত্তি।
তবে কি কারো জন্য ঘন্টা একশত মিনিট
আর কারো জন্য ষাট!
কে বেশী সচেতন?
প্রতিটি সেকেন্ডের কার কত মূল্য?



শনিবার
২১ ভাদ্র, ১৪২২
০৫ সেপ্টেম্বর, ২০১৫
২০ জিলক্বদ, ১৪৩৬


ভালুকা, ময়মনসিংহ