যাই যাই যাই আমি আমার আপন বাড়ি যাই
আমার জন্য তোমরা দোয়া কর সবাই
আর কেঁদোনা বাবা-মা, দাদা-দাদী, খালামণি
আমি আমার আপন ঠিকানায় যাচ্ছি।

শুভ যাত্রায় চোখের পানি ফেলতে নাই
তোমাদের আদর সোহাগ শ্বশুড়-শ্বাশুড়ির কাছে পাই
বুবু আপু ভাই ভাবী ভাবনা কিছু নাই
ভালোবাসা দিয়ে আমি সবার অন্তরে নেব ঠাঁই,
পাড়া-প্রতিবেশি, ননদ-ননদিনি, দেবর মশাই
সকলে আমার আপনের আপন শ্রদ্ধেয়, স্নেহের বোন ভাই।


যাই যাই যাই আমি আমার আপন বাড়ি যাই
তোমরা আমার জন্য শুধু দোয়া কর সবাই
তাঁদের সকলের ভালোবাসায় তোমাদের যেন ভুলে যাই
একে অন্যের মতে তাল গাছ ভাগাভাগি করে লই।


শনিবার
২৪ মাঘ, ১৪২২
০৬ ফেব্রুয়ারি, ২০১৬
২৬ রবিউস সানি, ১৪৩৭


উত্তরা, ঢাকা