টিংটং টিংটং বাজছে কানে
কে যেনো টানছে দক্ষিণে উদাস ক্ষনে  
নিয়ে যাচ্ছে আমায় মৌ বনে
ফড়িং ধরতে ছুটছি দু'জনে আনমনে।


আশেপাশে কেউ নেই;
সে আর আমি!
হাঁপাতে হাঁপাতে ধরলাম বাদামি একটি
উল্লাস করতে ছিলো প্রজাপতি।


শেফালী হাসছিল, হাসছিল বকুল
চাঁদের কোলে হঠাৎ ঢলে পড়ল ব্যাকুল
কচুরি টিপ পরল সে আমার নিভৃত হাতে
চারপাশ ঘেরা ছিলো কাশবনে।


বন্ধন অশ্রুতে ভিজলো উরু
সবুজ ঘাস, হৃদপিণ্ড দুরুদুরু
তবে কি আর একটা পৃথিবী হলো শুরু?
তাই যেনো বলতেছিল কোঁচকানো ভুরু।