উৎসর্গিত প্রেমময় জীবনের মাঝে,
তোমায় করেছিলাম আয়না।
কাঁচ ভাঙ্গা শব্দের মাঝে
প্রেমের তাল মেলাতে গিয়ে–
হৃদয়ের মাঝে দাগ কাটলাম।
থাকলে কই? নাকি ভালোবেসে ছিলে?
আমি তোমায় অন্ধের মতো বিশ্বাস করি।
বিশ্বাস ভেঙ্গে আমায় অন্ধ করে দিও না ....
অতঃপর যদি বিচ্ছেদই চাও, তবে —
শেষ প্রাপ্তি হিসেবে তোমার রুক্ষ ঠোঁটে,
আমার নামটুকু অন্তত একটিবার উচ্চারণ করো।