যুগান্তরের ক্যানভাসে আঁকা আমাদের পবিত্র বিপ্লব।
হেরা হতে উজ্জীবিত প্রদীপের ছোঁয়া
যারা বুকে ধরেছো —
পৃথিবীর সুসজ্জিত কাননের পুষ্প, সুন্দর।
অধিক সুন্দর বেহেশ্তের ধুবলো ঘাস।


এই প্রকৃতির আদিমতার ইতিহাসে এ বিপ্লব–
নয় শুধু বিপ্লব।
রক্তের স্ফুলিঙ্গ হতেই জন্ম নেয়–
নতুন পৃথিবী, নতুন শৈশব।
এ বিপ্লবের পতাকায় মুড়ে দিয়েছি আমরা,
অগুনতি ভাইয়ের শব।
অকাট্য বাইয়েনার কাছে বিকিয়েছি জীবনের রক্ত।
প্রতি ফোঁটা রক্তে ভিজেছে বিপ্লবের পতাকা।