নিকষ আঁধারের মত এক টুকরো মানচিত্র।
জমিনের দুই পাড় ভেঙ্গে হয় ক্ষয়।
থাকে দুই কিনারা বরাবর দর কষকষি।
আরও থাকে একটি হিন্দোল হাওয়ার,
দুরন্ত উচ্ছ্বাসের 'ময়ূরাক্ষী নদী'।
শ্যামল বনের ফাঁকে স্নিগ্ধ কিছু আলো।
নীলিমার নিচে যেন ক্ষয়িষ্ণু রাগের মতো খানিক শান্তির বলয়।


বাতাসের স্রোত বয়ে যায় ধেয়ে,
শিশিরের জালে বোনা স্বপ্ন যত —
ছিঁড়ে যায় রোজ।
পড়ে থাকে বাসি প্রেম, দুর্ভিক্ষ!
পড়ে থাকে ঝিনুকের খোসা, পদপিষ্ট গোলাপ।
দেখা যায় হেদলের নিচে থাকা,
কোনো শ্যামলিমা কায়া।
আরও দেখা যায় তাকে ঘিরে থাকা —
কিছু সুখ আর স্বপ্ন।
বোধহয় —
তারা একদিন ভালোবেসে ছিল।