যে জন থেকে যাবে বলে এসছিলো,
গোধূলির আকাশে সফেদ বলাকার মায়ায়,
উন্মাদ চাতকের মতো উড়ে যাচ্ছে সে রোজ।
ক্ষয় হয় সম্পর্কের, থেকে যায় গোছানো প্রেম।


সমুদ্র ছুটেছে সৈকতের পানে।
সৈকত বইছে অনুরাগের স্মৃতি।
সান্ধ্য প্রেমে কোলাহল বাড়ে,
ক্রমশ ফুরায় গোপন প্রিয়ার সঙ্গ।


আকাশের নীলিমায় বিষে যায় অন্দরমহল।
খোলা জানালার দখিনা বাতাসে ভেসে আসে,
তোমার আমার আর্তনাদ।
এক অপ্রেমিকার অপেক্ষায় বুঁদ হয়ে আছি।


পৃথিবীর বড়ো কঠিন সময়,
আজ আর রজনীগন্ধার দিন নয়।
বারি পিচ্ছিল কণ্টক পথ সম অপেক্ষা।
কার আসার প্রহর গুনছে এই নিরাকার পৃথিবী?