পৃথিবীর আয়ু বাড়ে, ফুরায় আমাদের রোজ!
প্রস্ফুটিত গোলাপ গাছের থর থর প্রকাশ হতে,
মরুভাস্বর মহামানবের প্রেম ছড়ানোর লীলা!
অনেক কাজ। কিছুই হলো না সারা —


দু চোখ মেললে দেখা যায়,
বিষাদ ছুঁয়েছে সব কটি হৃদয়ের ঘর।
ওদের তুমি সুখবর দাও।
পৃথিবীর চরাচরে প্রবাহিত রক্ত স্রোতে ভেসে যায়,
কাঁচের চুড়ি, উদরের রত্ন।
তুমি থেকো না আর ঘরে, এ ধরার আলো মাখো।
ওরা ঈমানের বড়াই করে বেঈমান হয়েছে।
তুমি তা হতে পারো না।
মানবজমিনের সব সবুজ, আগামীর সতেজ বায়ু,
অনন্ত আগামীর কাছে প্রশান্তির খবর দাও।
কালের কাছে বিলীন হয়ে সার্থক করো জীবন!
রজনীর বুকে স্বপ্ন আঁকলে —
ওপার ধরায় দাঁড়াবে তুমি বেহেশ্তের আলোয়।
রয়ে গেল বাকি অনেক কাজ!
কিছুই হয়নি সারা।
থাক সব!
এখন হাতে তসবি টুপি নাও।