বহুদিন হলো প্রেমে পড়া হয়নি।
হিসেব করে বছরদুয়েক হলো, অনিদ্রার সহস্ররাত,
চক্ষুদ্বয় মাঝে গহীন রাতের প্রেম ভুলিয়ে,
অযান্ত্রিকতার স্বপ্ন দেখায়। দেখিও বেশ!


পিচ ঢালা রাস্তার মাঝে,
মধ্য রাতের নিয়ন আলোয়,
ঝিমিয়ে পড়া ছায়ার চেয়ে —
ও স্বপ্ন কি ভালো নয়?
যদিও বড্ড বেশিই ক্লান্ত সে ছায়া।
মহানগরীর বুকে চিরে পা টানা শব্দের মত ক্লান্ত সে।


একপ্রকার,
জীবনের অলি গলি বেড়িয়ে তোমায় হাতড়েছি,
শেষ বার ক্লান্তির আগে প্রেমের পড়ার জন্য।
ভাবি, যদি রাত শেষে হেরে যায়,
তুমিও তো আর আসবে না।