কার্পেট মুড়িয়ে রাখা হেদলের ফুল,
বুক জুড়ে গুঁজে রাখা গোলাপের তাস।
আগুন পুষছি ভরা বাম নগরে,
অনলে পুড়ে গেছে দীর্ঘ বিশ্বাস।


কৃষ্ণ ঘাসের বুকে চিরে রাখা দাগ,
নূপুরের কালোস্রতে কেটে গেছে বেলা।
ছাই হয়ে উড়ে গেছে ঝুমকো মালতী,
বুঝেছি, আমি তার শেষ অবহেলা।


কান্তার পথ বেয়ে খুঁজেছি যামিনী,
মরু হতে বিস্তৃত হচ্ছে দেখা।
হৃদয় বিক্ষত বোবা হাহাকারে,
এক হতে গিয়ে হায়! হয়ে গেছি একা।


শব্দহীন জাগরণ ভিজছে শিশিরে,
ক্লান্ত পথিক আমি আঁকড়ে তাকেই।
কুয়াশায় ঢেকে গেছে আবছায়া স্মৃতি,
মায়া ছিল এককালে এখন আর নেই।