এ নদী , এক মস্ত ঘাস ফড়িং!
বোধ করি এ সময় বড়ো এক সুখের নয়।
জীর্ণ জীবনের রন্ধ্রে রন্ধ্রে অভাগার নিশ্বাসে আসছে—
মৃত ভালোবাসার শেষ সুগন্ধ।
সেথায় প্রেম নিরাকার আকৃতির আকাশ—


তাকে ছুঁতে পারেনি তোমাদের শব্দ।
স্পর্শ করতে পারেনি সান্ত্বনার হাত।
এগিয়ে আসেনি আশ্বস্তের গল্প
নিঃসঙ্গ? সে প্রেম বন্য কাকের মতো।