নীড় ভাঙ্গা ঝড়ের রাত, নিকষ কালো আঁধার।
উত্তাল মার্চ ফর ডেমোক্রেসির উলঙ্গ স্রোতে,
তুমি ইরাবতী নিজেকে দাবি করলে ভালোবাসার প্রতীক।
আমি হলাম নিরূপায় শোষিত প্রেমিক।


এই ভূমিতে এখন রাজত্ব তোমার —
সীমান্তের বুলেট গাঁথা সেনাবাহিনীও তোমার —
তা সে হোক!
জেনে রাখা ভালো, ওই লস্করবাহিনীর প্রতিটা গোলাপ,
আমার সাজানো বাগানের।
ওদের বুলেটে ঝরে পড়া প্রতি ফোঁটা রক্তবিন্দু,
আমার বাম শহরের নিরপরাধ নাগরিক গুলোর।
আমার দেওয়া প্রতিটা স্পর্শ তোমায় দিয়েছে নতুন প্রাণ!


সকালের সমাচারে দেখলাম,
তুমি আমায় বলেছো শতাব্দীর ধর্ষক!
ধর্ষকের কিছু বলার নেই।
ধর্ষক কিছু বলতেও পারে না।
শুনেছি বাজারের নামকরা মুখপত্র গুলো নাকি তোমার কেনা।
তারা বহুকাল ধর্ষন করার স্বর্গীয় অনুভুতির কথা সমৃদ্ধ
আমার কাম সুখের পাঁচ পাতার কবিতা ছাপিয়ে উঠতে পারেনি।
হতে পারে ছাপায়নি!
এখন শক্তিও তোমার, ঐশ্বর্য্যও তোমার।
প্রতিরোধও তোমার, সীমান্তও তোমার।
বারুদ বিস্ফোরণ ও সবকিছুও তোমার।
আমার রইলো নাম মাত্র নিস্তব্ধতা।


তবে ওই নিস্তব্ধতার আকাশ চিরে,
আমার নাগরিকরা একদিন,
ভালোবাসা বর্ষাতে থাকবে তোমার রাজত্বে।
তুমি ইরাবতী ভেসে যাবে সেদিন,
শ্রাবণের স্রোতে পিপীলিকার মতো।
সে দিন হবে আমার, সে দিন হবে ভালোবাসার।
ইরাবতী তুমি হয়ে যাবে উলঙ্গ ফেরাউন,
আমি হয়ে উঠবো অমর মুজাহিদ।