রবকে ভুলে গাফেল মনে
করলি যত পাপ।
রমাদানের রহম মাসে
চেয়ে নে তার মাফ।


বেঁধে বেঁধে থাকরে সবাই
আগলে চিত্তে আল কুরআন।
দান সদকায় ফোটা হাসি
যাদের মুখ ক্লান্তি ম্লান।


চেতনায় তোর থাকরে বদর
সাক্ষী শক্ত তাওয়াক্কুলের।
পড়রে কলমা গোনরে তসবি
খোরাক পবিত্র অন্তরের।


রহমতের রজনী-বীণা
বাজুক তোর আপন প্রাণে।
মুক্ত যাকাত ব্যয় হোক আজ
সত্য-দ্বীনের আন্দোলনে।


তাহাজ্জুদে কাঁদরে বান্দা
ভিজুক তোর ওই জায়নামাজ,
পাপ মোচনের অধ্যায়ে তুই
রাখিস না রে মিথ্যা লাজ।


ভুলে গিয়ে দ্বেষ বিদ্বেষ
কর মুক্ত মনে মাফ,
সেহরী কিংবা ইফতারীতে
দোয়া জারি রাখ।