আমাদের দেখা হয়েছিল, বছর দুয়েক আগে।
উত্তপ্ত মস্তিস্ক সেদিন শিথিলতার শান্তিতে,
কেবলই নমঃ নমঃ করে থিতিয়েছে।
তুমি ছিলে অন্ধকার সমূদ্র ফেনিল জলের
অবারিত জলোচ্ছ্বাস।
অতৃপ্ত ব্যাসাল্ট পাথরের মত
খানিক রুক্ষ ছিলাম আমি।
তুমি আছড়ে পড়লে আমার ওপর।
আমি হারিয়ে ছিলাম আগের ছাই রঙের আভরণ,
চকচকে কালোয় সেদিন তোমার
প্রেম মেখেছি ধারাবাহিক ভাবে।
অতঃপর তুমি বুঝিয়ে দিলে,
কালো? সেতো ঘন অন্ধকার।


প্রমদা, আজ আমার বলতে দ্বিধা নেই।
তুমি শুধু আমার প্রেম'ই নও,
আমার আকাশের চাঁদও খানিক!
চাঁদের মতো তোমারও একই লাবণ্য প্রভা,
অনেকটা একই ঈর্ষান্বিত রূপ,
আর আমার সাথে একই দূরত্বও বটে।