উদাস দুপুরে রোদের ঝলসানি,
পাখিগুলোও চুপ করছে আজ।
হাওয়া নেই, নড়ছে না পাতা,
কেবল দুঃখ আর হতাশা।
মনে পড়ে সেই দিনগুলোর কথা-
যখন আমরা ছোট ছিলাম,
খেলাধুলা করতাম,
হাসতাম, কাঁদতাম,
সবকিছু ছিল তখন।
কিন্তু এখন সব কিছু বদলে গেছে,
আমরা বড় হয়ে গেছি,
আমাদের দায়িত্ব বেড়েছে,
আমাদের স্বপ্নগুলো ভেঙে গেছে।
এখন আমরা শুধু কাজ করি,
টাকা কামাই,
জীবনযাপন করি,
আর মরতে থাকি।
আমাদের জীবনে আর কোনো আনন্দ নেই,
কোনো সুখ নেই, কোনো ভালোবাসা নেই,
কেবল দুঃখ আর হতাশা।
এই উদাস দুপুরে-
আমি বসে আছি জানালার কাছে,
আর ভাবছি আমার জীবনের কথা।
আমি জানি না আমি কী করছি?
আমি কোথায় যাচ্ছি?
আমি কী চাই?
আমি শুধু জানি,
আমার এই জীবনটাকে নিয়ে
আমি আর সহ্য করতে পারছি না।
আমি চাই মুক্তি,
আমি চাই শান্তি,
আমি চাই সুখ।
কিন্তু আমি জানি না,
আমি এগুলো কোথায় পাব?