কেউ হাসতে চায়-
তাকে দমিয়ে রাখা হয়।
কেউ হাসাতে চায়-
তাকে বাধা দেওয়া হয়।
কেউ বাঁচতে চায়-
তাকে মরতে হয়।
কেউ বাঁচাতে চায়-
তাকে মারতে বাধ্য করা হয়।
কেউ পাশে থাকতে চায়-
তাকে দূরে ঠেলে দেওয়া হয়।
কেউ পাশে রাখতে চায়-
সে তো দূরে  চলে যায়।
কেউ জিততে চায়-
তাকে হার মানতে হয়।
কেউ জিতাতে চায়-
সে ব্যর্থ কোচে পরিণত হয়।
কেউ উপরে উঠতে চায়-
তাকে নিচে ফেলে দেওয়া হয়।
কেউ উপরে উঠাতে চায়-
যাকে উঠাতে চায়
তাকে নিচ থেকে টানা হয়।
কেউ স্বপ্ন দেখতে চায়-
তার সব স্বপ্ন ধূলিসাৎ করা হয়।
কেউ স্বপ্ন দেখাতে চায়-
তাকে কেউ করে না গ্রহণ।
কেউ পথ হারিয়ে পথ খুঁজতে চায়-
তাকে ভুল পথ দেখানো হয়।
কেউ পথ প্রদর্শক হতে চায়-
তার পথে নানা বাধা-বিপত্তি রয়।
কেউ জানতে চায়-
এসব কেনই বা হয়?
কেউ জানাতে চায়-
অধমের দৃষ্টিভঙ্গির তরে
এসবই সংগঠিত হয়।