আলোহীন এ চোখে আমি আলোরই করি খোঁজ
কোথায় পাব আলোক ছটা? সন্ধান করি রোজ।


তারাকে বলি- একটু আলো দাও না আমায়,
দু'চোখ ভরে দেখে নিব এই ধরণীর পসরায়।
তারা বলে- আপন আলোয় চলতে শিখো,
কে বলেছে তোমার আলো নাই?
তোমার আলোর পরশ পেতে আমিও চাই।


সূর্যকে বলি- তোমার আলোর কত তেজ! আলো চাই
সূর্য বলে- তোমার আলোর কাছে আমি নগন্যতম ভাই।


কোথায় আমি আলো পাই? করি আমি আলোরই সন্ধান
পেয়েছি আলো আমি তা আমাদের জ্ঞানে বহমান।


রচনাকাল: ০৮/১০/২০১৮ ইং