আমার জীবনেও বসন্ত এসেছিল
ফুটেছিল ফুল আমার মনের বাগিচায়,
অথচ তুমি তাকে ছোঁয়েও দেখো নি।


আমার আকাশে চাঁদ ওঠেছিল
ছড়িয়েছিল কিরণ কুমল আভায়,
অথচ তুমি চাঁদনিতে বিচরণও করো নি।


আমার কলম ও কবিতায় আকুতি ছিল
ছন্দে-ছন্দে স্পন্দিত হয়েছিল শব্দহীনতাই,
অথচ তুমি আমার ছন্দের কথাও বোঝ নি।


আমার জীবনেও অপেক্ষা এসেছিল
স্বপ্নগুলো ভেঙে গেল শুধু অবহেলায়,
অথচ ভালবাসতে জানি বিশ্বাসও করো নি।


আমার কবিতাতেও স্নিগ্ধ গোধূলি নেমেছিল
শুধু গোধূলিতে আমি একা ভেবেছি তোমায়,
অথচ তুমি গোধূলিতে এসে দেখাও করো নি।


আমার জীবনেও ভালবাসা ছিল
ছিল আকর্ষণ আর স্বপ্নমাখা হৃদয়,
অথচ তুমি আমার ভালবাসাও উপলব্ধি করো নি।


ইতি-
তোমার কাব্যিক
***************************
উৎসর্গঃ প্রিয়তমেষুকে (স্বরবর্ণের ২য় বর্ণ যার)।