বাহ‌্যিক চোখে দেখি আমি
কত কিছু হায়!
অন্তর চোখে দেখি আমি
আমার কিছু নাই!
হেরেছি আমি হয়ে অসহায়।


চোখ ধাঁধাঁনো মোহে আমি
গলে তো যাই,
তাই তো প্রেমেতে আমি
কদর বুঝি নাই,
প্রেমের আগুনে আমি অসহায়।


চকচক করলে স্বর্ণ নাহি হয়
আমি বুঝি নাই,
স্বর্ণকে দূরে ঠেলে আমি
মরীচিকায় ঘুরে বেড়াই,
স্বর্ণ হারিয়ে আমি অসহায়।


মায়াবী চোখের ইশারায় আমি
ছুটে চলে যাই,
কাছে গিয়ে দেখি আমি
সবই যেন ছলনায়।
মরীচিকায় ছুটে আমি অসহায়।


রচনাকাল: ০৫/০৯/২০১৮ ইং