আমি একটি পঁচা মানুষ!
মরে গেলে পঁচে যাই,
পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াই,
পেটভর্তি নোংরা নিয়ে ঘুরে বেড়াই,
নাপাক হতে সৃষ্ট তবুও এত অহংকার কেন?


আমি একটা পঁচা মানুষ!
অহরহ মিথ্যা কথা বলে যাই,
প্রতিশ্রুতি ভাঙি তাই,
আমানতের খিয়ানত করি হায়!
আমি কি এক মুনাফিক হয়ে গেছি যেন?


আমি একটা পঁচা মানুষ!
অন্যায়ের পথে চলি সর্বদাই,
সত্যের আহ্বাবানে মুখ ফিরাই,
শুধু অপকর্ম করে বেড়াই,
আমি কি সৃষ্টির সেরা জীব তাই হেন?


আমি একটি পঁচা মানুষ!
নিজে দোষ না খুঁজে,
খুঁজি পরের দোষ,
জীবনটাকে সাজিয়েছি অশ্লীলতাই,
এটাই সৃষ্টি সেরা জীবের অপমান যেন।