আমি মনে হয় কবি নই!
কবি হলে কবিতা থাকত,
ছন্দ লেখার খাতা থাকত,
পদ্য লেখার পাতা থাকত,
আর একটা লম্বা ঝুলি থাকত।
মনে হয় আমি ভিনগ্রহের প্রাণী,
হয়ত এলিয়েন,
নয়ত কোন অদৃশ্যমানব,
হয়ত প্রিয়হীন।
কবি হলে ভালবাসা পেতাম,
হয়ত লেখার অনুপ্রেরণা পেতাম,
প্রিয়তমার কোমল স্পর্শ পেতাম,
হয়ত কোথাও হারিয়ে যেতাম।


আমি মনে হয় কবি নই!
আমার কাব্যে প্রেম হয় সত্য,
কাব্যিক হয়েও পাই নি দাম,
কবি হলে কবির আখ্যা পেতাম,
কবিতার মাঝে ডুবে যেতাম,
কবি হলে শৈল্পিক হতাম,
কবি হলে সন্ধ্যা নামাতাম,
কবি হলে আপন করতাম,
হয়ত প্রিয়হীন।
কবি হলে নারী পেতাম,
হয়ত নারীর প্রিয় হতাম,
প্রিয়ার হাতে হাত রাখতাম,
হয়ত দুজনে একীভূত হতাম।


আমি মনে হয় কবি নই!
কবি হলে প্রকৃতির পরশ থাকত,
সাদা কাগজে গুটিকয়েক শব্দ থাকত,
কবি হলে আনমনা হতাম,
কবি হলে উদাসীন হতাম,
কবি হলে ক্লান্ত হয়ে যেতাম,
গোধূলিতে নীড়ে ফিরতাম।
কবি হলে কাব্য লিখতাম,
হয়ত ছন্দহীন।
কবি হলে ভালবাসা পেতাম,
কবি হলে প্রেমিক পুরুষ হতাম,
কবি হলে মোর প্রিয়াকে অবহেলিত ভেবে,
জাপটে ধরে আলিঙ্গন করতাম।


আমি মনে হয় কবি নই!
আমি মনে হয় কবি নই!!
আমি মনে হয় কবি নই!!!


******************************
আমার এই কবিতাটি কবি নির্মেলেন্দু গুণকে উৎসর্গ করলাম।
******************************


রচনাকালঃ ২২/০৮/২০২১ ইং
সময়ঃ সন্ধ্যে ৬ঃ৩০ মিনিট
স্থানঃ বাড্ডা, ঢাকা।