আমি প্রলয়, ভয়ের অগ্নি, ধ্বংস করি সব!
ধ্বংস করি মিথ্যার শহর,
আমার ক্রোধে কেঁপে ওঠে দিগন্ত,
আমার তাণ্ডবে সবাই হয় বিভ্রান্ত।
আমার পদধ্বনিতে কাঁপে পৃথিবী,
আমার হাসিতে পাথর গলে হয় লাভা,
আমার দৃষ্টিতে জমে ভয়ের ছায়া,
আমার সামনে সব হয় মায়া।
আমি আসি কালো মেঘের ডাকে,
আমি নিয়ে আসি অধর্মের বিনাশে।


আমি প্রলয়, ভয়ের অগ্নি, ধ্বংস করি সব!
ধ্বংস করি জুলুমের শহর,
আমি রুদ্র, আমি সত্য,
আমি মহাকাল, আমি মৃত্যুঞ্জয়।
আমি জুলুমের বিনাশ, আমি বিনাশের পর সৃষ্টি।
আমি ভূমিকম্প, আমি পৃথিবীর কম্পণ,
আমি নিয়ে আসি সত্যের আহবাণ।


আমি প্রলয়, মহাসমুদ্রের তরঙ্গ, যে ভেঙ্গে ফেলে সব!
আমি প্রলয়, আমি আগ্নেয়গিরির অগ্নি,
যে পুড়িয়ে ছারখার করে সব,
আমি প্রলয়, আমার হুংকারে পৃথিবী হোক স্তব্ধ,
আমি প্রলয়, আমি ঝড়ের বেগ,
যে উড়িয়ে নিয়ে যায় সব,
আমি প্রলয়, আমি আক্রমণ,
যে শত্রু হত্যা করে হাজার হাজার।
আমি প্রলয়, আমি যুদ্ধের বিধ্বংস,
আমি প্রলয়, প্রলয়োল্লাসে মাতি মুক্তির জয়গানে।