আমি অন্তিম, অনন্তকাল
তোমারই অপেক্ষায়,
বসে থাকা এক পথিক।
কোটি কোটি বছর ধরে-
রয়েছি সাক্ষী স্বরূপ।
ভালবাসার পরশমাখা
সুশীতল হৃদয়ে,
শুধু তোমাকে নিয়ে
ভাবনার করিডোরে
আলপনা আঁকি।
শুধু তোমারই জন্যে
কোটি কোটি বছর
পাড়ি দিয়েছি,
দিনান্তের পথে,
গোধূলি লগ্নে,
আর বেলা প্রহরের শেষে!
একীভূত হয়েছি,
ভালবাসার বন্ধনে।
সীমান্তের কাঁটাতারে-
দুজনেই মর্মাহত,
আবেগঘন এ মুহূর্তে
হারিয়েছি দিশা।
তুমি ছাড়া,
আমি যে দিশাহারা।
আমি অন্তিম, অনন্তকাল
তোমাকে খোঁজেছি,
তবে আবেগময় প্রাতে
তোমার দর্শন কদাচিৎ।
তবুও আমিও পাড়ি দিই
দিনান্তের গোধূলি,
আর পাই অনুভূতিতে জীবনের স্বাদ!