অপলক দৃষ্টিতে চেয়ে থাকি-
আর কতটা পথ রয়েছে বাকি?
সাদা কালো স্মৃতি মনে পড়ে যায়-
কখনো আবার আবেগে হারাই,
দৃষ্টিতে শুধু তোমায় খুঁজে পাই।


অপলক দৃষ্টিতে চেয়ে থাকি-
কখনো দিতে শুভংকরের ফাঁকি,
পিছু পিছু ছুটে গিয়ে দেখি তাই-
বসে আছো তুমি আমারই অপেক্ষায়।


অপলক দৃষ্টিতে চেয়ে থাকি-
মাঝে মাঝে নাম ধরে ডাকি,
বদনে তোমার বেণীর আঘাত-
মিষ্টি কথায় আমি হই কোপকাত।


অপলক দৃষ্টিতে চেয়ে থাকি-
তুমি আমার মায়াবী পাখি,
যাকে আমি রাখি আমার দৃষ্টিতেই
সে যেন কখনোই হারিয়ে না যায়।