আপন আপনাকে লয়ে ভেবেছো কখনো,
আত্মসংযম, আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাস
আর আত্ম ব্যক্তিত্ব মুছে ফেলেছো তুমি
নিজের অস্তিত্ব থেকে, ঝুঁকে পড়েছো
অন‌্যের সবকিছু নিয়ে বিশ্লেষণ করতে।
অথচ তোমারাই কিছু ঠিক নেই তবুও।
সম্মুখে অগ্রসর হবার উদ্দিপনা হারিয়ে গেছে
তোমার জীবন থেকে, ভয়ে জড়সড়,
যেন জড় পদার্থের মতো, নিজেকেও যেন
বিশ্বাস করতে পারছো না, শুধুমাত্র একটি প্রশ্ন
গ্রাস করছে তোমার অন্তর।
"আমি কি আসলে এটা করতে পারব?"
গড্ডালিকা গা ভাসিয়ে দিচ্ছ,
ক্রোধকে বরণ করছো সাদরের সাথে,
তবে জানো নি তুমি কিভাবে করতে হবে
ক্রোধের প্রয়োগ, অথচ ক্রোধকে দেখাতে হয়
যৌক্তিকতার পরশ থেকে পরিমিত নতুবা সীমিত।
আপন আপনাকে লয়ে নিয়ন্ত্রিত হও নি তুমি-
জীবনটা চলছে তোমার- অনিয়ন্ত্রিত, অপরিকল্পিত
আর হ-য-ব-র-ল, সহজকেই তুমি কঠিন করে দিয়েছো।
আপন আপনাকে লয়ে ভেবেছো কখনো,
এই তো সময়! আত্মমর্যদায় প্রতিষ্ঠিত, দৃঢ় আত্মপ্রত্যয়,
আত্মবিশ্বাসে সুপরিকল্পিত নিয়ন্ত্রিত জীবন গড়ে তোল।


রচনাকাল: ২০/১১/২০১৮ ইং