অপ্রাপ্তিতার বেড়াজাল, ছিন্ন করতে চাই না,
অপ্রাপ্তির মাঝেও যেন
কোন কিছু না পাওয়ার মজা পাই।
এটা সচরাচর কেউ পায় না।
মনে হয় সারাটি জীবন-
অপ্রাপ্তিতা আমাকে কুরে কুরে খাক।
ঝলসে যাক আমার হৃদয় প্রান্তর,
পুড়া মনে ভাবি তুমি কতটা দূরে!
এ ভাবনাটাও আমাকে তোমার কথা
মনে করিয়ে দিয়ে দিব্বি হাসতে থাকে,
হাসুক না, আরো হাসুক, মন খোলে হাসুক,
আর আমি, তোমার হাসিতে বিশ্ব দেখি,
দেখি শঙ্খচিল, ভালবাসার প্রহর দেখি,
তোমাকে হারাবো জেনেও কাঁদি না,
বড্ড বেশি ভালবাসলে এমনটা হয় বুঝি?
পাইনি কিছুই আমি, তবুও হাসি, ভালবাসি,
জানি এ ভালবাসায় প্রাপ্তিতা নেই, নেই কোন আকুতি,
শুধু আছে কারণ ছাড়া ভালবাসার গভীর আকর্ষণ।
তোমাকে পাব না বলেই হয়ত ভালবাসি,
আমার কাছে এতটকুই যথেষ্ট।