প্রিয় আনিছ,
অপ্রিয় হয়েও যেন প্রিয় তুমি-
জানি না চিরকুটটি তোমার কাছে পৌঁছাবে কি না?
জানি, তুমি আমাকে বড্ড বেশিই ভালবাসো,
আমিও তোমায় খুব বেশি ভালবাসি,
ভালবাসি আরো তোমার কবিতাগুলো,
ভালবাসি তোমার মনের সকল অনুভূতির ছোঁয়া।
তবুও আমাকে না বলতে হয়েছিল।
তুমি আমার কারণটাও জানতে চাও নি,
তুমি কোন প্রতিবাদও করো নি,
আমাকে কাছে টেনে নেবার আকুতিও করো নি।
আমি অবাক হয়ে তোমাকে দেখিছি,
এতটা সরল হলে কি চলে?
জানি, তুমি ভালবাসাকে খুব সম্মান করো,
আমার কথা রাখতে তুমি সবকিছু করেছো,
নিজের ভালবাসাকে কোরবান করেছো,
আমি তো এটা চাই নি,
আমি কি চেয়েছি জানো,
তুমি আসো, আমাকে নিয়ে যাও এই অপূর্ণতা হতে।
জানি, আমি ভুল করেছি,
আমার ভুলে তুমিও জ্বলছো,
এখন বুঝেছি, আমি জেনেছি
তোমার ভালবাসায় পূর্ণতা ছিল,
ছিল তৃপ্তিময় হৃদয়।
তোমার ভালবাসাও বিশ্বাস করিনি,
দু'চোখের জলে কালিগুলো ছড়িয়ে গেছে,
তবুও লিখছি,
না লিখলে অপরাধবোধ আমাকে কুরেকুরে খাবে।
মনে রেখো, আমিও ভালবেসেছিলাম তোমায়,
হয়ত,
সময়ই আমাদের পক্ষে ছিল না,
জানি, মাফ করেছো,
তবুও তোমার ভালবাসার কাছে ঋণী হয়ে আছি।


ইতি-
তোমার অপরাজিতা।