কৃষ্ণচূঁড়ার ডালে ডালে লালের সমারোহ,
যেন প্রভাতের টকটকে লাল সূর্যটা রোদ পোহাচ্ছে।
মৃদু মলয়ে দুলছে কৃষ্ণচূঁড়ার লাল ফুল,
যেন লালের চাদরে নিজেকে আচ্ছাদিত করেছে কৃষ্ণচূঁড়া।


শহীদের রক্তে লেগেছে টান;
রাজপথে জনতার ঢল, ভীষণ কোলাহল,
‍“রাষ্ট্রভাষা বাংলা চাই”
“মায়ের কাছে শিখা বুলি”
স্লোগানে মুখরিত রাজপথ।


রক্তাক্ত সূর্য যেন ঢলে পড়েছে রাজপথে,
শহীদের রক্তে গড়া কোন এক
লোহিত সাগর যেন।


রক্তাক্ত সূর্যের হৃদয় বিদারক কাহিনী শুনে
কৃষ্ণচূঁড়ার ডালে লেগেছে শোক।
শোকের পরশে বাংলা হয়েছে খাঁটি-
ঝরে পড়া কৃষ্ণচূঁড়ার ফুলে
এই মাটি গর্বিত আজ।