অনিদ্র রজনীতে বিদায় সম্ভাষণ,
অলখের অন্তরালে আসে ঘনিয়ে-
নির্লিপ্ততা বশে যায় প্রাণে, অহামিকা।
পশ্চাৎপদ কুলষিত আঁধারে বিদায়।
যতবার চেয়েছি পারি নাই, পশ্চাত্ববাণ
মনের অঙ্গিকার। দুটো পথই ভিন্ন।
বোঝানোর মতো নয়, বুঝার আকণ্ঠ
মাদকতায় নিমজ্জিত। শুধু পথটুকুই ভিন্ন।
হয়ে যায় বিদায় সম্ভাষণ।