বন্ধু তো সেই,
যার অনুপস্থিতিতে হৃদয়ে
শূণ্যতা অনুভব করি।
বন্ধু তো সেই,
যাকে আঘাত দিয়ে
আবার কেঁদে ফিরি।
দুজন দুজনে মোদের
মনের কথা বলি
যেন একই বাগিচার
মোরা একই ফুল-কলি।
বন্ধু তো সেই,
যে শাসন করে।
বন্ধু তো সেই,
যে আপন করে রাখে।
দুজন দুজনে মোরা
লুকোচুরি খেলি
একটু আড়াল হলে
আমি কেঁদে ফেলি।
বন্ধু তো সেই,
যাকে শত কষ্ট দেই
বন্ধু তো সেই,
যে বুকে নেয় মোরে
গভীর আবেগেই।
বন্ধু তো সেই,
বিচ্ছিন্ন স্থানে বিচ্ছিন্ন মনে
মোরা দুজনাকে করি স্মরণ
সময়ের নিষ্ঠুরতায় মোদের
না দেখা হওয়ার কারণ।
বন্ধু তো সেই,
যে ভাল উপদেশ দেয়,
বন্ধু তো সেই,
মোরে বড় করে
নিজেকে করে হেয়।
বন্ধু তো সেই,
আমিও তারে উর্ধ্বে তুলে দেই।
বন্ধু তো সেই,
পুরােনা স্মৃতিগুলো
জড়িয়ে রাখে যেই,
বন্ধু তো সেই,
স্মৃতিগুলো মনে করে
দুজনে হাসি বা কাঁদি
গভীর আবেগেই।
বন্ধু তো সেই,
বহুদিন পরে দেখা হলে
বুকে টেনে নিই,
দুজনে ফিরে যাই
সুদূর অতীতেই।
বন্ধু তো সেই,
যার তরে থাকতে চাই
জীবনের শেষ পর্যন্তই।


(আমার বন্ধু আব্দুল্লাহর স্মরণে)