বসন্তের হাওয়া লেগেছে মনে
প্রেমের হাওয়ায় উড়ু উড়ু করে মন
হয়েছে আনমনে।
মিষ্টি-মধুর ঠোঁটের হাসি
পাগল করেছে আমায়
প্রেমের প্রস্রবন বয়ে যায়
অমিয় ধারায়।
শীতের রিক্ততা মোরে দিয়েছে বাধা
তবুও যেন হয় প্রেমের মালা গাঁথা,
এত বলি তোমায়, কত ব্যথা মনে!
বয়ে চলছে দুঃখের সাগর,
তোমায় না পাওয়ার কারণে।
শীতের বিমুখতা ঠেলে আমি
বসন্তের সজীবতা নিয়ে আসি,
তুমি কেন হতে চাও না?
এই সজীবতার বাঁশি।
বসন্তের প্রাণবন্তে চুপ থেকো না আর
বাঁচাও মোরে, সাজাব পুষ্পসাজে
যা কিছু তোমার,
বিশ্বাস করো মোরে, বসন্তের আগমনে
আজও তুমি আমার আছো,
আছো জনম জনমে,
বসন্তে মোর প্রেমের গানে।


(১লা ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ)