আমি একটি মৃতপ্রায় বৃক্ষ-
বলে চলছি আমার কাহিনী।
আজ আমি আমার মৃত্যু  
আর কষ্টের প্রহর গুণছি।


বহু সংগ্রাম আর বহু কষ্টে
আল্লাহর অশেষ রহমতে,
বীজের শক্ত অাবরণ থেকে,
সুপ্ত অবস্থা হতে,
জাগ্রত হয়েছিলাম আমি।
দেখেছি মাটির গহীনে-
লেপটে থাকা নিকষ অন্ধকার।
মাটি ফুঁড়ে উঠেছিলাম,
একটু আলোর সন্ধানে!
টিকে থাকার অভিযোজনে।
কালাক্রমে ছড়ালাম শাখা-প্রশাখা,
সবুজে ভরে উঠল মাটি,
মাটির গহীনে থাকা জল,
ছড়িয়ে পড়ল শিকড় থেকে শিকড়ে,
অবশেষে কচি কান্ড থেকে পাতায় পাতায়।
সঞ্চিত খাদ্য আর অক্সিজেনের সমন্বয়,
মানব সমাজ উপকৃত হতে থাকল।
কিন্তু উপকারের বদলে,
গড়তে থাকল কল-কারখানা-
আমাদের উজাড় করে,
তাদের লাভের সংযোজনে।
তাই তো আজ আমরা ধ্বংস হচ্ছি,
মানব জাতির এই ভুলের কারণে।


রচনাকাল: ০৮/০৭/২০১৮ ইং