এই পৃথিবীর মানুষ
       তোমরা কি চাও?
       চাও যুদ্ধ নাকি শান্তি!
যদি শান্তি চাও,
হাতে হাতে হাত মিলাও।


এই পৃথিবীর মানুষ
       তোমরা নিজেকে কি মনে করো?
       স্বর্গীয় দূত না মানুষ!
মানুষ হলে তবে,
মানুষের কল্যাণে নিয়োজিত হও।


এই পৃথিবীর মানুষ
       তোমরা কোন পথে অগ্রসর হবে?
       ভাল না মন্দ, নাকি সরল পথের!
সরল পথের জন্য,
ভাল কাজে জীবন বিসর্জন দাও।


এই পৃথিবীর মানুষ
       তোমরা কি হতে চাও?
       নির্বাক নাকি স্পষ্টভাষী!
নির্বাক হয়ে নই,
স্পষ্টভাষী হয়ে কথা বলে যাও।


এই পৃথিবীর মানুষ
       তোমরা কি স্বাধীনতা চাও?
       বিনা পরিশ্রমে না অর্জনে!
যদি স্বাধীনতা পাও,
স্বাধীনতা রক্ষার জন্য কাজ করে যাও।


রচনাকাল:১৯/১২/০৮