হে প্রিয়তমেষু,
অনন্তকাল ধরে তোমাকে
খোঁজে বেড়াই,
তুমি আছো আমার অস্তিত্বে,
আমার বসন্তে ও
আমার ভালবাসায়।


হে প্রিয়তমেষু,
তোমারই আশায়-
গল্প লিখি, কবিতা লিখি
আরো লিখি স্বরলিপি,
পথ চেয়ে বসে থাকি
নিরন্তর ভালবাসায়।


হে প্রিয়তমেষু,
থাকব আমি
তোমারই অপেক্ষায়,
যদি কথা দাও-
আমাকে সাজিয়ে দিবে
উত্তম বিশুদ্ধতায়।


হে প্রিয়তমেষু,
জানো নি তুমি
কি বা চাই আমি?
আমি চাই তুমি
অভিমান করো,
তোমার অভিমানকে
ভাঙব আমি।


হে প্রিয়তমেষু,
তোমাকে খোঁজি
সবুজের সমারোহে,
শিশির ভেজা ঘাসে,
আর কাশফুলে।


হে প্রিয়তমেষু,
তুমি গোধূলি,
তুমি সন্ধ্যা,
তুমি চাঁদনী,
তুমি রজনীগন্ধা।


হে প্রিয়তমেষু,
প্রকৃতির মাঝে যে
স্পর্শ তোমাকে দিলাম,
অনুভূতিতে আসো
আচমকাই,
হৃদস্পন্দন বাড়িয়ে দিলাম।


হে প্রিয়তমেষু,
তোমারই স্পর্শে
কবি হতে চাই নি,
হতে চেয়েছি প্রিয়জন,
তোমারই আবেশে আমি
কল্পনায় হারাই সর্বক্ষণ।


হে প্রিয়তমেষু,
মনের যত আকুতি দিয়ে
গড়ে তুলেছি তোমায়,
অনন্তকাল থাকতে চাই
তোমারই মায়ায়।


হে প্রিয়তমেষু,
চিরকুটের কথাতে জানাই
রক্তাক্ত আবেদন,
হয়ত তুমিও জানো সবই
তবুও প্রেমাচ্ছাদন।