হে নারী,
সাংঘর্ষিক হবো না তোমার,
হবো না তোমার কষ্টের কারণ,
অথচ ব্যথাতুর মনে স্মরেছি তোমায়।


হে নারী,
বিয়োগব্যথা আমারো আছে!
তোমাকে কখনোই বলব না আসতে কাছে,
শুধু রয়ে যেতে চাই তোমার মনের গহীনে।


হে নারী,
করব না জোর তোমাকে,
করব না কোন আকুতি,
জানি তোমারও মন আছে,
কাউকে ভালবাসার, কাছে পাবার,
আর তীব্র আকাঙ্ক্ষার।


হে নারী,
গোপনে তোমাকে যাব ভালবেসে,
হয়ত দিব প্রকাশ করে,
হয়ত পাব না তোমায়,
নয়ত না পাওয়ার কষ্টে
বিষর্ম মনের যাতনায়,
কাটবে জীবন সংকটকালে।


হে নারী,
তুমি তো মনের প্রাণসঞ্চারী,
কেন তুমি বুঝো না?
আমার মনের অতৃপ্ত কথামালা,
তবুও কেন নিরব তুমি?
যাচ্ছি কাটিয়ে বিরহ-জ্বালা।


হে নারী,
তুমি কেন এত মায়াবিনী?
চোখ যে আর ফেরাতে পারি নি,
অপলক দৃষ্টিতে চেয়ে থাকি,
তোমার পথের পানে।


হে নারী,
কোন আকর্ষণে বেঁধেছো মোরে?
ছেড়ে যেতে নাহি মন চায়,
যদি ছেড়ে হয়,
চলে যাবো সেদিন,
মরণ আসবে যেদিন।


হে নারী,
জানি তুমি মোর প্রাণসঞ্চারী,
তোমারই ছোঁয়াতে কবিতা লিখি,
গল্প লিখি, আরো লিখি স্বরলিপি।
তোমারই আশায় পথ চেয়ে বসে থাকি,
নিরন্তর ভালবাসায়।


ইতি-
তোমার প্রেমহীন কবি,
উৎসর্গ তব তোমার প্রতি।


******************************


রচনাকালঃ  ০৫/০৯/২০২১ ইং
উৎসর্গঃ প্রিয়তমেষু।
বিষয়ঃ ভালবাসার উপলব্ধি।
মুহূর্তঃ হঠাৎ শুনা কাব্যে আমি অভিভূত।
স্থানঃ বাড্ডা, ঢাকা ১২১২।