হৃদয়ের যত কথা,
ঝরে পড়ে ছন্দ হয়ে,
না বলা যত কথা,
বলে যাই ভয়ে ভয়ে।


হৃদয়ের যত লেখনী,
রচে যায় কবিতা হয়ে,
না বলা যত কথা,
বলে যাই ভয়ে ভয়ে।


হৃদয়ের যত গল্প,
বয়ে যায় নদী হয়ে,
না বলা যত কথা,
বলে যাই ভয়ে ভয়ে।


হৃদয়ের যত চাওয়া,
বেঁচে থাকে আশা হয়ে,
না বলা যত কথা,
বলে যাই ভয়ে ভয়ে।


হৃদয়ের যত স্বপ্ন,
জেগে থাকে অপূর্ণ হয়ে,
না বলা যত কথা,
বলে যাই ভয়ে ভয়ে।