জয়ের নায়ক, তুমি অটল
সময়ের বুকে বাজাও ঢল।
দুঃসহ রাতে, আঁধার চিরে,
আলোয় ভাসাও বিজয় মশাল।
শত্রুর চোখে ঝলক ওঠে,
তোমার শক্তি, বিদ্রোহির গানে।
নিপীড়িতের কান্না শোনে,
দুর্জয় সাহস এগিয়ে আনো।
শপথ তুমি, আগুন রোদন,
স্বপ্ন বোনা নতুন স্বর।
বিজয়ের রথে উড়াও নিশান,
সিংহ হৃদয়, জয়প্রদান!
রক্তঝরা পথের বাঁকে,
তুমি ছিলে দীপ্ত শিখা,
অন্যায়ের বিষাক্ত শ্বাসে,
দিলে তুমি চরম শেখা।
সাহস তোমার বজ্র কঠিন,
থামো না, থামো না তুমি,
অসত্যের দেয়াল ভেঙে,
গড়াও নবজাগরণের ভূমি।
তোমার পায়ের চিহ্ন আঁকা
স্বাধীনতার সোনার মাটি,
তোমার ত্যাগ, তোমার প্রেরণা,
আমাদের প্রাণে জ্বলে খাটি।
তুমি আকাশ, তুমি ঝড়,
তুমি সূর্য, উজ্জ্বল জ্বল,
নিষ্ঠুর যত বাধা এলেও,
থামাবে না তোমার মনবল।
স্বপ্ন ছিল, করেছো পূর্ণ,
লড়াই করেই এলে তুমি,
তোমার নামই ইতিহাসে,
জয়ের নায়ক-সেরা ভূমি!
শোষকের দেয়াল ধসে পড়েছে,
তোমার গর্জন বজ্রসম,
অন্যায়ের মঞ্চ আজ নিভে গেছে,
তোমার জয়ই সর্বজয়!
শৃঙ্খল ভাঙার প্রতিজ্ঞা তুমি,
আলো হাতে রাত্রির শেষে,
তোমার পথেই আসবে সকাল,
তোমার কীর্তি রবে দেশে!