ভোরে নিদ্রা থেকে জাগো শীঘ্রই,
সালাতের তরে যাও প্রতিদিনই,
প্রার্থণা করো সবার জন্যই।
অতঃপর, বেরিয়ে পরো মাঠে-
এখন যা করতে হবে তোমাকে-
অন্ন আহরণের তরে যাও,
ক্ষুধার্তকে খাদ্য দাও,
অন্ধহীনকে পথ দেখাও,
বস্ত্রহীনকে বস্ত্র দাও,
রোগীকে সেবা দাও,
আক্রান্তের পাশে দাঁড়াও।
বড়দের দাও সম্মান,
ছোটদের করো স্নেহদান,
বিপদে গরীবদের করো সাহায্য দান,
আসো সে পথে, যে পথে আছে কল্যাণ।
অন্তত একটি ভাল কাজ করো প্রতিদিনই,
প্রার্থণা করো সবার জন্যই,
অতঃপর নিদ্রায় যাও আল্লাহর নামে-
এটাই হবে দয়াশীলতা তোমার দ্বীনে।


রচনাকাল: ১৭/০১/২০১৬ ইং


( বি. দ্রঃ এ কবিতাটি বঙ্গানুবাদ করা হয়েছে আমার ইংরেজি কবিতা- Kindness থেকে )
( https://www.poemhunter.com/poem/kindness-57/ )