কবি কবি ভাব! ছন্দের অভাব!
তবুও এত ভাব! এ যেন কবির স্বভাব।
ভুলে ভুলে বাড়ে, কবির মনের উত্তাপ!
মাঝে মাঝে জাগে, ব্যর্থতার ছাপ।
তাই তো কবি বাড়ায়, কবির ভাব!
ছন্দে অমিল দেখলেই, পাঠক করে প্রলাপ
কখনো কখনো হয়ে যায়, দ্বন্দ্বমুখর আলাপ!
গদ্যছন্দে কবিতা পাঠে, শ্রোতারা দেখে সাপ।
চোখ মেলে কবি দেখে, কেউ নাইরে বাপ!
তাই তো কবি ফের, ছন্দে দেয় ঝাপ।
অবশেষে কবি বাড়ায়, কবির ভাব॥