আমি জোনাকির মতোই, অন্ধকারে-
নিকষ কালো অন্ধকারে!
আর রজনীতে শশীর আলোয় বাঁশবাগানে,
ছড়িয়েছি আলো, সামান্য-নগণ্য!
এমনকি মিটিমিটি আলো!
ধরা দিয়েছিলাম প্রকৃতিপ্রেমীর কাছে,
অথচ আমার সময় হয় যে নিঃশেষ!
আমিও জোনাকির মতোই ভালবাসা চাই, কিন্তু?
পাই না কিছুই!
কিছু সময়ের জন্য ভালবাসা পেলেও মোরা,
আলোটা নিভে যাওয়ার সাথে সাথে
কবিদের দূরে ঠেলে দেয় সবাই।
আমি কবি বলে কি ভালবাসা পেতে পারি না?
পেতে পারি না কি কোন প্রীতির ছোঁয়া?
হয়ত কোন নারীর!
কবিরা জোনাকির মতোই,
কবিতাতে আলো ছড়ায়,
ছড়িয়ে দেয় কাব্য,
কবির ভালবাসা, কামনা, আশা!
জোনাকির মতোই মিটিমিটি করে জ্বলে,
রজনীতে শোক বাড়ে!
সাথীহারা জোনাকির মতোই
তিলে তিলে নিঃশেষ হয়!
যেমন আমিও।
হে কবি, তুমি আলো ছড়ালেও
অন্ধকারে রয়েই যাবে,
তোমাকে ভালবেসে কেউ নিবে না আপন করে
কারণ আমরা কবিরা জোনাকির মতোই
আলো সমৃদ্ধ হতভাগা।
যারা আলো ছড়ায় সত্য,
তারা অন্ধকারে থেকে সবাইকে করে আলোকিত।
অনন্তকাল ধরে অপেক্ষা করে,
কোটি কোটি বছরে ধরে অপেক্ষা করে,
পাই এক না পাওয়ার দারুন মর্মান্তিক আঘাত!
যেমন জোনাকিরা আশা নিয়ে আলো ছড়াতে আসলেও,
গ্রাস করে নেয় তীব্রতর অশুভ আলো,
জোনাকিরা নিঃশেষ হয়।
আমিও জোনাকির মতো নিঃশেষ হবো।
প্রকৃতি আমাকে দিবে নির্মমতার উপহার!
কারো মনের কঠিন সীমাবদ্ধতায়-
নিজেকে যেন বন্দি মনে হয়!
কবির ভালবাসার আলোটুকু
ডুবে যায় অন্ধকারের অতল গভীরে,
জোনাকির আলোর মতোই!
আমিও জোনাকির আলোর মতোই হারিয়ে যাই,
আমাকে ভালবাসা দাও! আমাকে আলো দাও!
আমি আবারও জ্বলে উঠতে চাই,
আমি জ্বলে উঠতে চাই হে নারী তোমারই আলোতে!
জোনাকিরা যেমন আলো ছড়ায় অন্ধকারে,
কবিরা আলো ছড়ায় তার রচিত কাব্যে।
হে নারী,
আমি আপন আলোতে তোমাকে করি আলোকিত।