হে কবি,
কেমন আছো তুমি?
আমি তো সেই আগের মতোই আছি।
একটুও বদলাই নি।


হে কবি,
বদলে গেছে সময়,
বদলে গেছে মুহূর্ত,
সময়ের সাথে বদলাতে পারি নি আমি।
শুধু শুধু আহাজারি।


হে কবি,
অতীতের ভাঁজে ডুবে থাকি,
কখনোই দিইনি ফাঁকি,
মাঝে মাঝে তোমাকে করি স্মরণ,
তাই তো ডাকি।


হে কবি,
বদলে গেছো তুমিও,
বদলে ফেলেছো তোমার কাব্য,
বদলাচ্ছ প্রতিনিয়ত,
আমি এসেছি তোমাকে স্মরণ করিয়ে দিতে।
আমার সেই অস্তিত্ব।


হে কবি,
আমি প্রতিটি মানুষের কাছেই আসি,
প্রতিবারই, কখনো কান্না,
কখনো হাসির অবয়য়ে,
সবার মাঝে রই হাসি কিংবা কান্না হয়ে।
আমি করিনি অন্যায়,
নিজেকে বদলে না ফেলায়।
************************
ইতি-
হে কবি,
তোমার স্মৃতি।
************************