রক্তে-মাংসে গড়া হলেই
    মানুষ হয় না সে,
মানুষ হবে সে বিবেক-বুদ্ধি
  আর জ্ঞানের বিকাশে।
মানুষ নামের অর্থে যার
      নাই যে হুঁশ,
তাকে কিভাবে বলা যায়?
      সে কি মানুষ?
মানুষের মধ্যে হলো সেই
      প্রকৃত মানুষ,
যে পরের দোষ না খুঁজে
  খুঁজে নিজের দোষ।
বুঝে না যে ন্যায়-অন্যায়
   তার বিবেচনায়,
নাই যার মনের মত মন
  জগতের অমানুষ সে,
     হয় মূর্খ যখন।
মনুষ্যত্বে সে শ্রেষ্ঠ মানুষ
   যে প্রকৃত বীর,
ত্যাগে কাঁপে না জীবন
  আছে ধৈর্য্যের তীর।
মন আছে বলেই হয় সে মানুষ
   যদি হয় সে অকলুষ।