গদ্য, পদ্য আর গানে
নৌকা চালাই যেন-
আমার মনের দিগন্ত পানে।


গান গাইতে পারি না
তবুও গুনগুন করি-
কারোর ধার ধারি না।


মায়ের কাছে শেখা বুলি
এগুলোকে পদ্যে পড়ি-
অজানা কথার সুর তুলি।


তবুও বুঝি না হায়!
মনেতে বাঁশি বাজাই-
মনটা আসলে কি চায়?


হাজার রকমের প্রশ্ন ঘিরে
থমকে গিয়ে দাঁড়াই-
আমার মনের খোরাক তীরে।


রচনাকাল: ১০/১২/২০১৭ ইং