চাঁদনী তুমি কোথায়?
এই তো আমি,
জুড়ে আছি তোমাতে-
তুমি আছো যেথায়।


মোর গায়ে কলঙ্ক-
ভেবে হই দিশেহারা,
চলে যাও তুমি,
আমিহীন তুমি ছাড়া।


চাঁদ তুমি এমন!
কেন বলছো হায়!
আমি গেলে চলে,
তুমি মোরে হারায়!


চাঁদের গায়ে চাঁদনী
প্রতিবিম্ব যে ছড়ায়,
প্রেমের জন্য সে-
রজনীতে শোভা পায়।