অনুভূতি কি?
স্পৃহা নাকি?
নাকি আকর্ষণ,
নাকি অভিমান,
হয়ত অদৃশ্যকারণ,
হয়ত পিপাসিত মন।


মোর অনুভূতি!
তোমাকে না দেখার কষ্ট,
প্রবল আকর্ষণ,
কিছুটা সময় অভিমান,
কিছুটা সময় পিপাসিত মন,
কখনো হাতে হাত রেখে
একসাথে চলার স্পৃহা।


মোর অনুভূতি!
কদম ফুলে বর্ষার গান,
খোঁপায় বেলি ফুলের আচ্ছাদন,
তোমার মিষ্টি-মৃদু-হাসি, খুবই ভালবাসি
আর এক টুকরো সময়, তুমি ও আমি।


মোর অনুভূতি!
ঝর্ণার গতিধারা,
মনমাঝির ঐক্যতান,
প্রিয়ার কপালে উষ্ণ চুম্বন,
আর তুমিহীনা গাঁথি বিরহ গান।


মোর অনুভূতি!
ছন্দহীন কাব্যমালা,
কখনো নীলাকাশের মেঘমালা,
মেঘমালার সাথে কখনো লুকোচুরি,
তুমি আর আমি একীভূত, করি প্রাণসঞ্চারী।


মোর অনুভূতি!
তুমিহীনা বাঁচার না আগ্রহতা,
তুমিহীনা একসাথে পথ চলাতে স্তম্ভিত! তা,
তুমি আমার স্বপ্ন-কুমারী, একই অনুভুতিতে মোরা,
অনুভূতিহীন এক মুহূর্তও তুমিহীনা আমি যে দিশাহারা।


******************************


রচনাকালঃ ৯ আগষ্ট, ২০২১ ইং
সময়ঃ ০৯ঃ৪৯ মিনিট
স্থানঃ সাতারকুল, বাড্ডা, ঢাকা।