দিনান্তে ভাবি বসে বসে
কেটেছে কৈশোর স্মৃতির আবেশে,
সব ফেলে যেতাম ছুটে তেপান্তরে
মুক্ত গগণ তলে আর মাঝির বহরে।


ছুটে যাই কৈশোরের উদ্দিপনায়-
ছুটে যাই সেথায়,
আকাশ উপোড় হয়ছে যেথায়,
গাঙচিল আর বকের ঝাঁক,
কৈশোরের স্মৃতি সবাই ফিরে পাক।


আসুক ফিরে স্মৃতি সুনীল ছায়ায়-
প্রাণবন্ত হোক জীবন কৈশোরের দুরন্তপনায়,
হেঁটে যাই যেন শিশির মাড়াই,
খেজুর রসের হাড়িতে হাতটি বাড়াই,
কৈশোরে থাকত না যেন কোন সংশয়।


দিনান্তে ভাবি বসে বসে-
মোর কৈশোর কেটেছে দুরন্ত উচ্ছ্বাসে,
আজো পড়ে মনে মোর কৈশোরের কথা,
মোর স্মৃতিতে যা হয়ে আছে গাঁথা।