যে আশায় এসেছিলাম,
করতে বরণ তোমায়
একা একা কাটালাম দিন,
তোমার প্রত্যাশায়।
আসলে কি ক্ষতি হত?
তুমি বিনে কষ্ট পেলাম তাই
নববর্ষ কেটে গেল তাই
নিরবে তোমার প্রত্যাশায়।
নববর্ষেও পেলাম না
তোমার দেখা-
কেটে গেল সারাদিন
একা একা।
তবু হাসি মোরা
বন্ধু ও বন্ধুত্বের ছলে
তোমাকে খুঁজেছি আমি
সদলবলে।
পাইনি তোমায়
আমি হাতিরঝিলে
তবুও নববর্ষের শুভেচ্ছা
জানাই মনের-বিলে।


রচনাকাল: পহেলা বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ।